Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিসঃ

কৃষি তথ্যসার্ভিসঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে দায়িক্ত হলো সকল শ্রেনির চাষীদের কে তাদের চাহিদা ভিত্তিক ফল প্রসু ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি  ও অর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং, ICM ওIPM স্কুলের মাধ্যমে দল গঠন, সকল কুষি বিষয়ক পরামশ্য প্রদান ও নতুন নতুন কৃষি প্রযুক্তি হস্তান্তর ও ফসলের নতুন জাত চাষীদের মাঝে সম্প্রসারন করা। আধুনিক কৃষি ও যান্ত্রিক চাষাবাদ বিষয়ক সহায়তা প্রদান। কৃষকরা যেন তাদের  সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সম্ভাব্য সমাধানও খুজেপেতে পারেন সে ব্যাপারে সাহায্য কারা। স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সাম্প্রসারন কর্মকান্ড বাস্তবায়ন করা।