Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
TCB
Details

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যক্রম বন্ধ করা যাবে না। খুব দ্রুত টিসিবির কার্যক্রম চালু করা হবে। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

১৮/০৮/২০২৪ ইং তারিখ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, একটা অর্থনীতির সঙ্গে কতোগুলো নার্ভস আছে। যেমন ব্যাংকিং খাত এবং ব্যবসা-বাণিজ্য সেটা সরকারি, বেসরকারি খাত, দেশের অভ্যন্তরে বা বিদেশে সেটা যেখানেই হোক। এটা ছাড়া অর্থনীতি চলতে পারে না।

তিনি বলেন, দ্বিতীয় হচ্ছে মূল্যস্ফীতিতে নজর দিতে হবে। এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সম্পৃক্ত রয়েছে। একই সঙ্গে আমদানি করতে হবে। এর বাইরে যদি কিছু করতে হয়, যেমন মজুত করা সে বিষয়ে কারো সঙ্গে কথা বলতে হলে বলবো। আমাদের এলডিসি গ্রাজুয়েশনকে অগ্রাধিকার দিতে হবে।

বাজার ব্যবস্থাপনা ক্ষেত্রে সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণে করবেন জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, কারওয়ান বাজারেই একটা পণ্য চারবার হাতবদল হয়, তাই না। চাঁদাবাজি হয়, একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে সাত হাজার টাকা লাগে, কেউ একজন আমাকে বলেছিলেন। তবে এটা কিন্তু বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব না। এটা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলবো।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনেকে আত্মগোপনে গেছে। নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না, সেই নিশ্চয়তা কী, জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার কাছে অনেক প্রতিবেদন আসছে। চাল কিনবে চাতাল থেকে, এক গ্রুপ নিয়ে চলে গেছে, আরেকগ্রুপ এসে আবার চাঁদা দাবি করেছে। তখন আমি বলেছি, তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে বলো খোঁজখবর নিতে, যাতে ভালো ব্যবসায়ীরা বাধাপ্রাপ্ত না হয়। আমি জানি, একগোষ্ঠী গেলে, নতুন আরেক গোষ্ঠী আসবে।

এ সময়ে টিসিবির এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে টিসিবির ডিস্ট্রিবিউশন স্থগিত আছে। আমরা পর্যবেক্ষণ করছি। কিছু স্টেকহোল্ডার রয়েছে তারা নিখোঁজ আছে। খুব অল্প সময়ের মধ্যেই এটা চালু করা হবে।

চাঁদাবাজি কমাতে কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে তিনি বলেন, চাঁদাবাজি ও একচাটিয়া ব্যবসা হলে জনগণের ভোগান্তি হয়। কি ব্যবস্থা নেয়া হবে এখনই সব বলবো না। তবে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Images
Attachments
Publish Date
19/08/2024
Archieve Date
30/09/2060