Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a Vayna Glance

এক নজরেঃ

ভায়না ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে সুজানগর ইউনিয়নের পরিষদের অন্তর্ভূক্ত ছিল।  সুজানগর পৌরসভা কার্যক্রম ২০০৩ ইং সালে  শুরু হওয়ায় সুজানগর ইউনিয়নের বাঁকী অংশ নিয়ে নবগঠিত ভায়না ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ভায়না গ্রামের নাম অনুসারে ভায়না ইউনিয়ন পরিষদের নাম করণ করা হয়েছে।

 

আয়তন                   : ২৬.২৩ বর্গ কিলোমিটার

জনসংখ্যা                : ২১,৭২৮ জন (অনলাইনে ডাটা এন্ট্রি অনুযায়ী)

ঘনত্ব                      : ৭৫৭ জন প্রতি বর্গ কিলোমিটারে

ভোটার সংখ্যা            : পুরুষ ৫২৬৭ জন, মহিলা ৫২৪৯ জন মোট ১০৪৫৬ জন

নির্বাচনী এলাকা         : পাবনা ৬৯, সুজানগর-বেড়া নির্বাচনী এলাকা

থানা                       : সুজানগর

গ্রাম                       : ১৯ টি

মৌজা                     : ১১টি

হাসপাতাল               : নাই

কমিউনিটি ক্লিনিক       : ৩টি

আবাদী জমি              : ১৫৬১ হেক্টর

অবাদী জমি              : নাই।

স্বাস্থ্য কেন্দ্র               : নাই।

পোষ্ট অফিস              : নাই।

নদ-নদী                         : তেমন উল্লেখ যোগ্য নদ-নদী নাই।

খেয়াঘাট/নৌঘাট                : নাই।

দর্শনীয় স্থান                    : মজিব বাধের ছবি, গাজনার বিল।

আদিবাসী                        : ৩৫ টি পরিবার বসবাস করে।

শিক্ষার হার                     : ৯০%

স্বাস্থ্য ও কৃষি                   : সন্তোসজনক।

দূর্যোক প্রবল এলাকা কি না   : ১,২,৩,ও ৪ নং ওয়ার্ড দুর্যোগ প্রবন এলাকা বর্নায় প্লাবিত হয়ে যায়।

হাট-বাজার                      : ১টি সরকারী হাট আছে। ৪টি বে-সরকারী বাজার আছে।

ব্যাংক                            : নাই।

রাস্তা-ঘাট                        : পাকা রাস্তা ১২টি, কাঁচারাস্তা ২৭ টি।

এনজিও                         : ব্র্যাক, সিসিডিবি,পাবনা প্রতিশ্রুতি,আসিয়াব,গ্রামীন ব্যাংকের অফিস নাই তবে কার্যক্রম আছে।

আশ্রয়ন/আবাসন               : ভায়না গ্রামে ১টি আশ্রয়ন প্রকল্প আছে, বসবাস রত পরিবার সংখ্যা ৪০ জন।

সরকারীপ্রাথমিক বিদ্যালয়    : ১১ টি।

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১টি।

উচ্চ বিদ্যালয়                   : ২টি।

কওমি মাদ্রাসা                  : নাই।

এতিম খানা                     : না