Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Map of the Union

ভায়না ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে সুজানগর ইউনিয়নের পরিষদের অন্তর্ভূক্ত ছিল। সুজানগর পৌরসভা কার্যক্রম ২০০৩ ইং সালে  শুরু হওয়ায় সুজানগর ইউনিয়নের বাঁকী অংশ নিয়ে নবগঠিত ভায়না ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ভায়না গ্রামের নাম অনুসারে ভায়না ইউনিয়ন পরিষদের নাম করণ করা হয়েছে। এর আয়তন ২৬.২৩ বর্গ কি.মি., জনসংখ্যা প্রায় ১৯, ৮৪৫ জন, ঘনত্ব ৭৫৭ জন প্রতি বর্গ কি.মি, ১৯ টি গ্রাম ও ১১ টি মৌজা নিয়ে এই গ্রামের জনগনের বসবাস যাদের প্রধান পেশা কৃষি। এই ইউনিয়নের দক্ষিন-পশ্চিমে পদ্মা নদী রয়েছে।